The Stroy of Brave goat- an Education story which will be of great use to us when we in danger!!!

avatar

Hope all are okay.

I wish you good luck starting my new post,

In this post, I'm gonna share a fantastic Story it's the education which will be of great use to us when we in danger!!!

Blue and Green Modern Gradient Business YouTube Thumbnail(15).png

Collected from childhood memories

Once upon a time, there was a little goat living in the near forest. The goat Grass on the side edge of the forest like every day. But he wanted to grow up.

IMG_20210204_181336.jpg

Every day I see big cows near the forest and grass in the distance
These go. The goat kid has a big wish that one day he will grow up like a cow brother.

IMG_20210204_182610.jpg

So one morning he saw that the big cow brothers were going to eat the grass. Goat calves go to them and say cow brother will take me with you today? I want to be as big as you. Let's think a lot and say let's eat a lot of grass today. The goats and cubs started going with the cows with joy in their minds. After walking for a long time, they went to the depths of the forest and saw fresh grass and goats. Immediately began to eat. Eating, eating, rolling in the afternoon, rolling in the afternoon, rolling in the evening, but still eating grass.

IMG_20210204_183218.jpg

After some time, all the cows were gone. Meanwhile, it is going to be night in the evening. The goat's stomach is so full that he can no longer walk home. He went after great difficulty. He can't think what to do. It's too late to do anything yet.
Seeing a cave in the distance

IMG_20210204_183907.jpg

at first he did not want to be scared but he was so scared now he will either live or die but in no way can he be anyone's food. He stared at the cave. With much willpower to survive, he entered the cave. At first, he was scared but later he saw what a beautiful place to stay. With joy in his mind, the king's life also fell asleep in bed.
At night, the goats are deep asleep. Suddenly the goat woke up with an unknown sound.

IMG_20210204_185029.jpg

Seeing who is coming to his cave dancing with joy in his mind. The cave is actually owned by a fox, who came to the tiger uncle's house at night to have dinner and sing. Meanwhile, the goat suddenly got very scared. The fox came closer to him. But after gaining a lot of courage, he went to the door and shouted loudly, "Goat, baby!" Where are you coming from, what happened to you at the time of death,

IMG_20210204_191112.jpg

you foolish fox? On hearing this, the fox suddenly became very frightened and began to say in his mind that no danger came to the house again, Ray Baba. Said in fear. Who's there, get out of my cave. Goat cubs but this time began to speak louder.
Goat cub but this time he started talking louder. All right, stupid fox, I thought I wouldn't eat this deep one. But you see, I ruined my sleep. I need to eat you now. The foolish fox was afraid to hear this.
The fox went to the tiger's uncle. And to tell the tiger everything, the tiger says, let's go and see who has such great courage that threatens to eat you. But the fox is very scared, so the fox tells the tiger mama, mama, I will not go, you go. Tiger says I'm the king of the forest. Come with me and see who has the courage to let him out of your house.

IMG_20210204_190343.jpg

Fox says mama if you keep my tail tangled with yours, then I will go. Let's blame the tiger again. Saying this, the tiger and the fox went to the fox's cave together. Meanwhile, the goat cub did not sleep anymore and made up his mind. The kid is watching from a distance and knows that the cunning fox must bring the tiger.

IMG_20210204_191638.jpg

Suddenly the tiger and the fox were coming when they saw the baby goat. You just brought a tiger, will my dinar be stupid. Hearing this, the tiger started eating the fox after the escape ................ will continue.

IMG_20210204_185105.jpg

বাংলা প্রেমিকদের জন্য...

একসময় নিকটবর্তী জঙ্গলে একটি ছোট ছাগল থাকত।ছাগলটা প্রতিদেনের মত জংগুলের পাঁশে ঘাস খাচ্চেল। কিন্তু তাঁর ছিল বড় হওইয়ার ইচ্ছে। প্রতিদিন বনের কাছে দেখে বড় বড় গরু অনেক দূরে দূরে ঘাস থেতে যায়। ছাগল ছানার মনের বড় ইচ্ছে যে সে একদিন গরু ভাই এর মত বড় হবে।

তো একদিন সকাল সকাল সে দেখে যে,বড় বড় গরু ভাই রা ঘাস থেতে যাচ্ছে। ছাগল ছানা তাদের কাছে গিয়ে বলে গরু ভাই আমাকে আজ তোমাদের সাথে নিবে? আমি তোমাদের মত অনেক বড় হতে চাই। অনেক ভেবে চিন্তে বলে চল দেখি আজ তোকে অনেক ঘাস খওয়াব । মনের আনন্দে ছাগল ছানা গরুদের সাথে দেতে লাগলো। অনেক হাটা হাটির পর তারা বনের গহীনে গিয়ে তর তাজা ঘাস ছাগল ছানার চোখ কপালে উঠল। সাথে সাথে খেতে শুরু করল। খাচ্ছে তো খাছে, দুপর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধে তবুও ছাগল ছানার ঘাস খাওয়া শেষ হচ্ছে না। কিছু সময় পর দেখে সাথে থাকা সকল গরু সবাই চলে গেছে। এদিকে সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। ছাগল ছানার পেট এত ভরে গেছে যে সে আর হাটা হাটি করে বাড়ী ফিরতে পারবেনা। সে তো মহা মুসকিলে পরে গেছে। কি করবে কি করবে ভেবে পাচ্ছে না সে। রাত অনেক হয়ে গেল এখনো কোন কিছু করতে পারলনা থাকার জন্য।

অনেক দূরে দেখে একটা গুহা, প্রথমে সে ভয় পেয়ে যেতে চাচ্ছেলনা কিন্তু এত ভয় পেয়ে গেছে সে এখন হই বাচবে না হয় মরবে কিন্তু কোন ভাবেই কারও খাবার হতে পারবোনা। সে ভঁয়ে ভঁয়ে গুহার দেকে এগুল। বেঁচে থাকার অনেক ইচ্ছে শক্তিতে সে গুহার ভিতরে প্রবেশ করল। প্রথমে ডরালেও পরে দেখে কত সুন্দর থাকার যায়গা। মনের আনন্দে সে রাজকিও বিছানায় ঘুম দেয়।

রাত তখন গভীর ছাগল ছানা ও গভীর ঘুমে মগ্ন। হঠাৎ অজানা এক শব্দে ছাগল ছানার ঘুম ভেঙ্গে গেল। দেখে কে যেন মনের আনন্দে নাচতে নাচতে তাঁর গুহার দিকে আসছে। আসলে এই গুহাটার মালিক হল এক শিয়াল, সে রাতে বাঘ মামার বাসায় রাতের খাবার খেয়ে গান গাইতে গাইতে বাসাই আসতে্তেছে।এদিকে ছাগল ছানা হঠাৎ অনেক ভয় পেয়ে গেল। শিয়াল তাঁর কাছা কাছি চলে এসেছে। কিন্তু নিজে অনেক সাহস যোগাড় করে দরজার কাছে গিয়া অনেক জোরে আওয়াজ করে ছাগল ছানা বলে। কিরে এদিকে কই আসছো, মরনের সময়ই কি হয়ে গেল না কিরে তোর, বোকা শিয়াল। এই কথা শুনে শিয়াল হঠাৎ অনেক ভয় পেয়ে গেল এবং মনে মনে বলতে লাগলো কোন বিপদ আবার ঘারে আসলো রে বাবা। ভয়ে ভয়ে বলল। কে ওখানে, কিরে বের হও আমার গুহা থেকে। ছাগল ছানা কিন্তু এবার আরও জোরে বলতে লাগলো। ঠিক আছে বোকা শিয়াল, মনে করেছিলাম এই গভীর কাউকে খাব না। কিন্তু তুই দেখি আমার ঘুম টা নষ্ট করে দিলি। তোকে তো এখন খবই। এই কথা শুনে বোকা শিয়াল ভয় পেয়ে। বাঘ মামার কাছে চলে গেল। এবং সব কথা বাঘ কে বলতেই বাঘ বলে, চল গিয়া দেখি কার এতু বড় সাহস যে তুকে খাবার হুমকি দেয়। শিয়াল কিন্তু ভালোই ভয় পেয়েছে, তাই বাঘ মামাকে বলে মামা আমি যাবনা তুমি যাও। বাঘ বলে আমি বনের রাজা চল আমার সাথে দেখি কার এত বড় সাহস যে তঁকে তোর বাসা থেকে বাহির কইরা দিছে। শিয়াল বলে মামা যদি তুমি তোমার ল্যাজের সাথে আমার ল্যাজ পেচিয়া রাখ , তাহলে আমি যাবো। বাঘ বলে আবার দোষের কি চল। এই বলে বাঘ ও শিয়াল এক সাথে শিয়ালএর গুহার দিকে রওনা দিল। এদিকে ছাগল ছানা আর না ঘুমিয়ে মনে মনে একটা বুদ্ধি আঁটল। ছাগল ছানা দূর থেকে নজর দিচ্ছে ও জানে চালাক শিয়াল অবশ্যই বাঘ কে নিয়া আসবে। হঠাৎ ছাগল ছানা দেখে বাঘ ও শিয়াল আসছে, কাছা কাছি আসতেই ছাগল ছানা বলে উঠল , কি রে শিয়াল তোকে তো বললাম আমার জন্য ৫০ টা বাঘ নিয়া আসতে। তুই মাত্র একটা বাঘ আনলি, এতে কি আমার দিনার হবে রে বোকা। এই কথা বাঘ শুনে সেই যে পালালও পিছে শিয়াল ত আছাড় খেতে খেতে চলতে লাগলো................ চলবে।

Let us all stay home and keep ourselves healthy,

All those who come from outside, wash their hands with soap for at least twenty seconds and wear masks and protective clothing

Good Luck to all of you
That's all for now. I'll come with an interesting post again.

বাইরে থেকে যারা আসেন, তারা কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য সাবান দিয়ে হাত ধোবেন এবং মুখোশ এবং প্রতিরক্ষামূলক পোশাক পরেন All
আপনাদের সবার জন্য শুভকামনা
এখন এ পর্যন্তই. আমি আবার একটি আকর্ষণীয় পোস্ট নিয়ে আসব।

Hit the up-vote button
if you like this post and leave a comment if you wanna say anything about this post or by any other new posts.
Please support me to keep having more of my works and you can follow me so that you can see my future posts and you're always welcome to my blog.

আপ-আপ বোতামটি হিট করুন
আপনি যদি এই পোস্টটি পছন্দ করেন এবং যদি আপনি এই পোস্টটি বা অন্য কোনও নতুন পোস্ট দ্বারা কিছু বলতে চান তবে কোনও মন্তব্য করুন।
আমার আরও কাজ চালিয়ে যাওয়ার জন্য দয়া করে আমাকে সমর্থন করুন এবং আপনি আমাকে অনুসরণ করতে পারেন যাতে আপনি আমার ভবিষ্যতের পোস্টগুলি দেখতে পারেন এবং আপনি আমার ব্লগে সর্বদা স্বাগতম।

Find Me

Youtube
Facebook
Threespeak
Twitter

Blue and Green Modern Gradient Business YouTube Thumbnail.png

2.png

hive_cover_final.jpg



0
0
0.000
2 comments